কচুয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কচুয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সোলেমান মিয়া(৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(৪) জুন বিকেল ৫ টার সময় তাঁর মৃত্যু হয়। নিহত সোলেমান উপজেলার ৬ নং উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের আব্দুল জলিলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,উজানী বাজারের ভাই ভাই ইকু মাইক সার্ভিস দোকানের সিনিয়র টেকনিশিয়াল হিসেবে কাজ করতেন,ঘটনার দিনে বিকেলে উজানী গ্রামের বকাউল বাড়ির তাফাজ্জলের মাছের প্রজেক্টে সেলু মোটরে বিদ্যুত সংযোগ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুবরন করেন। তাঁর মৃত্যুতে উজানী বাজারের ভাই ভাই ইকু মাইক সার্ভিস দোকানের প্রোপাইটর মো: হাফিজসহ অনেকে তার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশন করেন।
ছবি:কচুয়ার উজানী গ্রামের বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত সোলেমান মিয়ার ফাইল ছবি।
আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি ০৯-০৬-২০২৪ ১১:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 321 বার দেখা হয়েছে।