শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-০৮-২০২৪ ১০:১৯ অপরাহ্ন |
শনিবার (১৭ জুলাই) একাডেমিক কাউন্সিলের মিটিং এ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একাডেমিক কাউন্সিল মিটিং রাজনীতি নিষিদ্ধ ছাড়াও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়,শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ছাত্র ও ছাত্রী হোস্টেলে বরাদ্দকৃত শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ অবস্থান না করা এবং সকল শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা প্রদানে সার্বিক ব্যবস্থা নেওয়া।
রাজনীতি নিষিদ্ধ সম্পর্কে কলেজ উপাধ্যক্ষ ডাঃ হারুন অর রশিদ বলেন, পূর্বেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। গতবছর কতিপয় কয়েকজন শিক্ষার্থীরা রাজনৈতিক প্রবাহ খাটিয়ে ছাত্র রাজনীতি নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালু করে। বর্তমানে সকলের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক , শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া