শিরোনামঃ
![]() ১০-০১-২০২৫ ০১:৪১ অপরাহ্ন |
সারাদেশে শৈত্য প্রবাহের কারণে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। তারই প্রভাবে চাঁদপুরে সাধারণ নিম্ন আয়ের মানুষ শীতে জুবুথুবু হয়ে পড়েছে। অবহেলিত চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে শীতবস্ত্র নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের চরউমেদ এলাকার প্রতিটি পরিবারের হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এছাড়াও ডিসি নদীতে মাছ আহরণ করা জেলেদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণকালে জেলা প্রশাসক বলেন, জেলে ভাই যারা আছেন তারাতো নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। আমরা সবাই জানি অর্থনৈতিকভাবে তারা একটু গরীব ও অস্বচ্ছল। তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত বলে মনে করি।
তিনি বলেন, সারাবছরই আমাদের বিভিন্নধরণের কর্মসূচি আছে। শহরের বিভিন্ন সামাজিক সংগঠনসহ বেসরকারি ব্যক্তিবর্গ গরীবদের পাশে শীতবস্ত্র নিয়ে যায়। কিন্তু গ্রাম বা চরাঞ্চলে যারা থাকেন তারা অনেকটাই বিচ্ছিন্ন। পদ্মা-মেঘনা নদীর মাঝখানের একটা চর। যেখানে স্পিডবোটে আসতেও আধাঘন্টার বেশি সময় লেগেছে। এখানে ওনাদেরকে কম্বল দিতেও তেমন কেউ আসেন না। তারা সবসময়ই বঞ্চিত ও অবহেলিত থাকে। আমরা মনে করেছি এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা জাহিদ হাসান খান, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকসহ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে জেলেদের মাঝেও মা ইলিশ ও জাটকা রক্ষা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসকসহ কর্মকর্তারা।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া