শিরোনামঃ
![]() ১৫-০১-২০২৫ ০৮:৩২ পূর্বাহ্ন |
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখাগেছে ইজিবাইকগুলোর নতুন নম্বর প্লেট প্রদান এবং জোড় ও বে-জোড় সংখ্যায় কালার করে দিচ্ছেন শ্রমিকরা।
পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, এই কাজটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে পৌর এলাকায় ইজিবাইক চালক ও মালিকদের উদ্দেশ্যে মাইকিং করে ঘোষণা করা হয়েছে। পৌরসভায় ২ হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। নম্বর প্লেট প্রদান ও রং করার কাজ ১২ জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে ২০ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কাজ করা হচ্ছে।
শহরের ওয়ারলেছ এলাকার ইজিবাইক চালক মজিবুর রহমান, পুরাণ বাজারের সোলাইমান মিয়া বলেন, যানজট নিরসনের যে উদ্যোগ নেয়া হয়েছে এটাকে স্বাগত জানাই। তবে দুই কালারের গাড়ী একদিন বন্ধ না রেখে প্রতিদিন দুটি সময় নির্ধারণ করে দিলে ভালো হবে। আশা করি পৌর কর্তৃপক্ষ সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন।
উপপরিচালক স্থানীয় সরকার ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, শহরের যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সবুজ রঙের বে-জোড় সংখ্যা এবং জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলাচল করবে। এর ফলে অবৈধ কোন ইজিবাইক চলাচল করতে পারবে না।
তিনি আরো বলেন, একই তারিখ থেকে চাঁদপুরে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা শহরের তিনটি নির্দিষ্ট স্থান পর্যন্ত আসতে পারবে। নির্দিষ্ট স্থানের মধ্যে রয়েছে-চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের সামনে, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়কের মাথা এবং চাঁদপুর-হাইমচর সড়কের জন্য নতুন বাজার-পুরান বাজার সেতুর পুরান বাজার অংশে অটোরিকশা অবস্থান নিবে।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া