অসহায় শীতার্ত মানুষকে চাঁদপুর চেম্বার অব কমার্সের শীতবস্ত্র উপহার
২২ মার্চ, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ন

  

অসহায় শীতার্ত মানুষকে চাঁদপুর চেম্বার অব কমার্সের শীতবস্ত্র উপহার

অনলাইন ডেস্ক
১৯-০১-২০২৫ ০৭:০০ অপরাহ্ন
অসহায় শীতার্ত মানুষকে চাঁদপুর চেম্বার অব কমার্সের শীতবস্ত্র উপহার
চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কয়েক শতাধিক অসহায় শীতার্ত মানুষকে শীত উপহার প্রদান করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার চেম্বার ভবনে এই শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। শীত উপহারের মধ্যে ছিল, কম্বল সোয়েটারসহ শিশু এবং বড়দের বিভিন্ন শীতবস্ত্র। শীত উপহার প্রাপ্তরা হলেন, প্রতিবন্ধী, লেবার, শ্রমিক, ডিঙ্গি মাঝিসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অসহায় দুস্থ শীতার্ত মানুষজন।

শীত উপহার বিতরণকালে কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা, পরেশ মালাকার।

চেম্বার নেতৃবৃন্দরা বলেন, চাঁদপুর চেম্বার অব কমার্স সবসময় প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো দুর্ভোগ কিংবা উৎসবে অসহায় মানুষদের পাশে থাকে।‌ সেই ধারাবাহিকতায় এবারের শীতে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষদের মাঝে বিভিন্ন রকমের শীত উপহার প্রদান করা হয়েছে। এর মধ্যে ছিল কম্বল সোয়েটারসহ বিভিন্ন বয়সের মানুষদের শীতবস্ত্র। ভবিষ্যতেও চেম্বারের এমনসব সামাজিক এবং মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে চেম্বার নেতৃবৃন্দরা জানান।

শীত উপহার বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চাঁদপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল। তাকে সহযোগিতা করেন, চেম্বারের স্টাফ গোপাল চন্দ্র দাস, মনির হোসেন, হাবিবুর রহমান প্রমুখ


অনলাইন ডেস্ক ১৯-০১-২০২৫ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 55 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া