শিরোনামঃ
![]() ২৩-০১-২০২৫ ০৯:৫৩ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সামনে কলেজ রোডে বহরী গ্রামের ভুক্তভোগী নারী-পুরুষ সম্মিলিতভাবে এই মানববন্ধন করেন।
এলাকার বোরহান বকাউল জানান, দীর্ঘদিন যাবৎ মাদকের ডিলার জহির মাদক ব্যবসা করে আসছে। সম্প্রতি এলাকাবাসী মাদববিরোধী সমাবেশ করলে সে এলাকা থেকে পালিয়ে যায়। বর্তমানে পুনরায় সে সহ বেশ ক'জন এলাকায় মাদক ব্যবসা শুরু করেছে। জহির এলাকায় মাদক ব্যবসাসহ সন্ত্রাসী, চাঁদবাজি, নারী কেলেঙ্কারী এবং মুন্সীরহাট সোস্যাল ইসলামী ব্যাংক ডাকাতির মামলার আসামী। তার সাথে রাফিত মিজি, মনির মিজি, সাজু মিজিসহ বেশ কয়েকজন জড়িত রয়েছে। আমরা এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী জহির মিজিসহ তার সঙ্গীরা বিগত সরকারের আমলে ওই দলের প্রভাব খাটিয়ে মাদকের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেন বহরীসহ আশপাশের এলাকা। একাধিকবার মাদকসহ গ্রেপ্তার করা হয় তাকে। এ পর্যন্ত তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা জমিয়ে তোলে জহির মিজিসহ তার আরো সহযোগীরা। মানববন্ধনে এলাকার সুমন প্রধান, শাহীন শেখ, আমিন ছৈয়াল, রুবেল গাজী, সোহেল কাজী, মারুফ কাজী, মনির হোসেন প্রধান, জাবেদ ছৈয়াল, ওয়ালী উল্যাহ প্রধান, সুবল প্রধানীয়াসহ এলাকার শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ জানান, বিষয়টি অবগত হয়েছি। মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্সে আছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া