শিরোনামঃ
![]() ২৬-০১-২০২৫ ০৭:২৩ অপরাহ্ন |
রোববার (২৬ জানুয়ারি ) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাদের শীত নিবারণের কোনো ভালো ব্যবস্থা থাকে না। অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষদের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাব কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে, যেটি একটি মহতী উদ্যোগ। আশা করি ভবিষ্যতেও সংগঠনের দায়িত্বশীলরা এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠন ও আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সহায়তা করে আসছে। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক জাহিদ হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, সদস্য জাকির হোসেন সৈকতসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া