হাজীগঞ্জে মেয়াদহীন খাবার তৈরীর দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১২ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:০১ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জে মেয়াদহীন খাবার তৈরীর দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শামসুল আলম জুয়েল
২৭-০১-২০২৫ ০৮:৫০ অপরাহ্ন
হাজীগঞ্জে মেয়াদহীন খাবার তৈরীর দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদহীন খাবার তৈরীর দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার বাকিলা বাজারে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, চাঁদপুর জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স কর্তৃক বাকিলা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে ঢাকা বেকারি মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে জাহিদ বেকারি মালিককে ৫ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য ও ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 


শামসুল আলম জুয়েল ২৭-০১-২০২৫ ০৮:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 50 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া