ফরিদগঞ্জ পৌরসভায় দুদিনব্যাপি কর মেলা অনুষ্ঠিত
১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জ পৌরসভায় দুদিনব্যাপি কর মেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
২৮-০১-২০২৫ ০৭:০৩ অপরাহ্ন
ফরিদগঞ্জ পৌরসভায় দুদিনব্যাপি কর মেলা অনুষ্ঠিত
ফরিদগঞ্জ পৌরসভায় দুদিনব্যাপি কর মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এর উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান। পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরবাসীকে নিয়মিত করদানে উদ্ধুব্ধ করতে এই করমেলার আয়োজন। মেলায় যারা হালনাগাদ কর প্রদান করবেন, তাদের বিশেষ রেয়াত ছাড়া পুরস্কার দেয়া হবে। উদ্বোধনকালে পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান বলেন, নিয়মিত কর দেয়া পৌরবাসীর নৈতিক দায়িত্ব। আমরা যদি নিজেরা নিজেদের দায়িত্ব পালন না করি, তাহলে পৌরসভাটি কীভাবে চলবে। পৌর নাগরিকদের সেবা বৃদ্ধিতে এই কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা জানেন, পৌরসভার বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে পৌর কর দেয়া বাধ্যতামূলক। এই মেলার মাধ্যমে সহজেই পৌর নাগরকিরা রেয়াত সুবিধা নিয়ে পৌরকর পরিশোধ করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর পরিষদের সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান প্রমুখ৷

অনলাইন ডেস্ক ২৮-০১-২০২৫ ০৭:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 42 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া