শিক্ষকদের মধ্যে কমিটমেন্টের ঘাটতি আছে: জেলা প্রশাসক
১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ন

  

শিক্ষকদের মধ্যে কমিটমেন্টের ঘাটতি আছে: জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
০১-০২-২০২৫ ০৫:২০ অপরাহ্ন
শিক্ষকদের মধ্যে কমিটমেন্টের ঘাটতি আছে: জেলা প্রশাসক
ফরিদগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে চাঁদপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম চাঁদপুরে ঢাবিয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কাঙ্খিত জিপিএ অর্জনই স্বপ্ন নয়। চোখ খোলা রেখে সতর্ক থেকে স্বপ্ন দেখতে হয়। দূরের স্বপ্ন বাস্তবায়নে কাছের স্বপ্নকে ফোকাস করো। নিজের মধ্যে শৃঙ্খলা, কমিটমেন্ট, চেষ্টা থাকতে হবে। স্বপ্নকে বাস্তবায়নে কাজ করতে হবে। স্বপ্ন বাস্তবায়নের এ পিচ্ছিল রাস্তায় পা পিছলে গেলে আর ফিরে আসা কঠিন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, স্বপ্ন পূরণে তুমি অনেক সাথী পাবে। তবে আগে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে হবে। যখন সমাজ কাউকে ভালো স্বীকৃতি দেয় না, তখন তার মাঝে হতাশা কাজ করে। এক সময় বাবা-মা ও আস্থা হারিয়ে ফেলে। তখনই মানুষ বিপদগামী হয়। চাওয়া এবং পাওয়ার মধ্যে সংযোগ না ঘটলেই মানুষ মাদকে জড়িয়ে পড়ে। আর এ সংযোগ ঘটানোর দায়িত্ব শুধু নিজের। সমাজে মাথা উঁচু করে দাড়াতে চাইলে স্বপ্ন দেখতে হবে। আর সে স্বপ্ন বাস্তবায়নের একমাত্র হাতিয়ার পড়ালেখা। আমাদেরকে পরিশ্রম করেই আজকের অবস্থানে আসতে হয়েছে। সময়ের পরিশ্রম আমরা সময়ে করেছি বলেই আজ এখানে আসার সুযোগ হয়েছে।

উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, বলতে দ্বিধা নেই আপনাদের (শিক্ষকদের) মধ্যে কমিটমেন্টের ঘাটতি আছে। এখনকার শিক্ষকরা নিজেদের শিক্ষক নয়, চাকুরীজীবি মনে করেন। দুইয়ের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আপনাদেরকে নিছক চাকুরির মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, শীতার্তকে শীতবস্ত্র দেওয়ার চেয়েও একজন মানুষের যোগ্যতা বিনির্মাণ অধিক গুরুত্বপূর্ণ। শিক্ষকরা এই যোগ্যতা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবেন।

চাঁদপুরে ঢাবিয়ান’র আহবায়ক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে এবং সদস্য আব্দুল মতিন সরকার নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, দৈনিক ঢাকার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ বি এম শামসুল আলম হিরু, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ্, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুরে ঢাবিয়ান’র দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সামি, অর্থ সম্পাদক ইউসুফ আলী খান, সদস্য আব্দুল্লাহ আল মামুন, জাওহার আহাম্মেদ, ইউনিএইড চাঁদপুরের পরিচালক হাফিজ আল আসাদ বাবর, সেবার আলো সামাজিক সংগঠনের সভাপতি মাহিদুল ইসলাম, কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার শর্মা প্রমুখ।


অনলাইন ডেস্ক ০১-০২-২০২৫ ০৫:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 43 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া