সারাদেশে ভোক্তা পর্যায়ে বাড়লো এলপিজি গ্যাসের দাম
১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ন

  

সারাদেশে ভোক্তা পর্যায়ে বাড়লো এলপিজি গ্যাসের দাম

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০২-২০২৫ ০৫:২২ অপরাহ্ন
সারাদেশে ভোক্তা পর্যায়ে বাড়লো এলপিজি গ্যাসের দাম
ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৮ টাকা বেড়ে ৬৭৭ টাকা হয়েছে। ১২ কেজির সিলিন্ডার ১৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৮ টাকা করা হয়েছে। এ ছাড়া সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ২০ টাকা বাড়িয়ে এক হাজার ৫৪০ টাকা এবং ১৫ কেজির দাম ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৮৪৭ টাকা করা হয়েছে।

অন্যদিকে অটোগ্যাস লিটারে ৯৮ পয়সা বাড়িয়ে ৬৭.৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আন্তর্জাতিক পর্যায়ে গ্যাসের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ডলারের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে এলপিজি গ্যাসের দাম। আমদানি পর্যায়ে টনপ্রতি গড়ে ১০ ডলার দাম বেড়েছে গ্যাসের। অন্যদিকে ১ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ১ টাকা করে বাড়িয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জানুয়ারি মাসে দুই দফায় এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। প্রথমে ২ জানুয়ারি এবং পরে ভ্যাট বৃদ্ধি পাওয়ায় আবার দাম বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমলেও ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রথমে দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি। ডিসেম্বরের তুলনায় প্রোপেন ও বিউটেন টনপ্রতি গড়ে দাম কমেছিল ১৩.৩৩ ডলার। সে হিসেবে দাম কমে আসার কথা ছিল।

আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়। ওই আদেশে বলা হয়- সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দামে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০২-২০২৫ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 37 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া