ফরিদগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতি অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
১১ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২১ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতি অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০২-২০২৫ ০৭:০২ অপরাহ্ন
ফরিদগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতি অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ না করা এবং অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে কলেজের সামনে এই মানববন্ধনে অনিয়মের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের অভিভাবক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, এলাকাবাসীর পক্ষে আব্বাস উদ্দিন ও সোহেল খান এবং কলেজের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলাম ভূঁইয়া।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, কলেজে গত কয়েক বছর ধরে অনিয়ম ও দুর্নীতি বাসা বেঁধেছে। কলেজের ৪জন সিনিয়র শিক্ষককে ডিঙ্গিয়ে গৌরি রাণী সাহাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অবৈধভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কলেজে জাল সনদ দিয়ে ৪ জন শিক্ষক এখনো চাকুরি করে যাচ্ছেন। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে সংশ্লিষ্ট কতৃপক্ষকে চিঠি দিলেও তারা আমলে নিচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে নির্ধারিত বিভিন্ন ফির নামে বহুগুণ অর্থ আদায় করছে অবৈধভাবে। এভাবে চলতে দেয়া যায় না। তাই আমরা এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন করছি।

তারা আরো বলেন, পরিচয়পত্রের জন্যে সরকার নির্ধারিত ফি ৭৫ টাকার স্থালে ১০০ টাকা, অভ্যন্তরীণ পরীক্ষার ফি সর্বোচ্চ ৬০ টাকার স্থলে ৬০০ টাকা, ধর্মীয় অনুষ্ঠানের ফি ৭৫ টাকার স্থলে ২০০ টাকা, আইসিটি ফি ২৪০ টাকার স্থলে ৫০০ টাকা, ল্যাবরেটরি ফি ৫০ টাকার স্থলে ১০০০ টাকা নিচ্ছে। এভাবে আমরা যারা অভিভাবক রয়েছি, তাদের রক্ত পানি করে তারা অতিরিক্ত অর্থ আদায় করছে একদিকে, অন্যদিকে অর্থ লোপাটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এভাবে চলতে পারে না। তাই আমরা আবারো মাঠে নেমেছি।

এদিকে মানববন্ধনের পর অভিযোগনামা নিয়ে অভিভাবকরা ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের কাছে যান। এ সময় তিনি উভয় পক্ষের বক্তব্য শুনে পরবর্তীতে আবারো উভয় পক্ষকে নিয়ে বৈঠক হবে বলে জানান।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রাণী সাহাকে ফোন করলে তিনি কলেজের কাজে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে রয়েছেন বলে জানিয়ে কেটে দেন। পরবর্তীতে আবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০২-২০২৫ ০৭:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 40 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া