শিরোনামঃ
![]() ০৪-০২-২০২৫ ০৩:০৭ অপরাহ্ন |
সবমিলিয়ে ক্রিকেট মাঠ ও খেলার আয়োজন দেখে ক্রীড়াপ্রেমীরা মুগ্ধ। নজর কেড়েছে ভেন্যুর চোখ ধাঁধানো নকশায়। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এমন আয়োজনের উদ্যোক্তা শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠু। অক্লান্ত পরিশ্রমেই উপহার দিয়েছেন এমন আয়োজন। জানালেন এর পেছনের গল্পও।
সাদ্দাম হোসেন মিঠু বলেন, ‘ আসলে মাদক এবং জুয়া থেকে মানুষকে দূরে রাখার বার্তা দিতেই আমার এই উদ্যোগ। ২০২৩ সালে প্রথমবার এসপিএল শুরু করি, দারুণ সাড়া পেয়েছি। এবার সিজন-২ করেছি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এবার অন্যরকম আয়োজন করবো টুর্নামেন্টে। যাতে দেশজুড়ে আমার এলাকার পরিচিতি বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ দেশ পেরিয়ে বিদেশ থেকেও প্রশংসা পাচ্ছি। ম্যাচের লাইভ সম্প্রচার কয়েককোটি মানুষের কাছে পৌঁছেছে। প্রতিটি ম্যাচই তিন থেকে চার লাখ মানুষ লাইভ দেখে। এমন আয়োজন করতে পেরে আমি আনন্দিত। এলাকাবাসী এবং যারা টুর্নামেন্টে স্পন্সর করেছেন তাদের সবাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আগামীতেও এমন আয়োজনে সবাই পাশে থাকবেন।’
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া