শিরোনামঃ
![]() ০৪-০২-২০২৫ ১০:৪৯ অপরাহ্ন |
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক বলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের উৎকর্ষের মাধ্যমে পরিবর্তন হবে। আমি আমার কাজের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করি। বর্তমান সময়ে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। প্রতিটি সেক্টরের সাথে সাংবাদিকরা জড়িত। আপনাদের সাথে প্রশাসনের যতো সম্পর্কের উন্নয়ন হবে, ততো কাজের মান উন্নয়ন হবে। অনেক সময় একজন ভালো সাংবাদিক রোষানলে পড়ে, তার পাশেও আপনাদের দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, সংবাদ কোথায় আছে, তা খুঁজে নেওয়া সাংবাদিকদের কাজ। আমি বলেছি চাঁদপুর হতে পারে সিঙ্গাপুর। আমি স্বপ্ন দেখতে পারি। তবে স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা করতে হবে। সরকারি কোনো কাজ জেলা প্রশাসকের মনে করে করবেন না, এটা চাঁদপুর জেলার নাগরিকের কাজ মনে করতে হবে। তাহলে যে কোনো কাজ আলোর মুখ দেখবে। হাইমচরে যদি একটি অর্থনৈতিক জোন থাকে, আর মতলব উত্তরে আরেকটি অর্থনৈতিক জোন হয়, তাহলে কী পরিমাণ কর্মসংস্থান হবে, তা আপনি কল্পনা করতে পারবেন না। আমি কথা দিচ্ছি, চাঁদপুরে আমার কর্মস্থলের শেষ দিন পর্যন্ত এই জেলার উন্নয়নে কাজ করে যাব। চাঁদপুর পৌরসভার রাস্তা, লেকসহ সৌন্দর্য বর্ধনে কাজ করা হবে। পুরাণবাজার এলাকায় ব্রিজের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ওয়্যারলেস এলাকায় মাটি দিয়ে ভরাটের কাজ চলছে, শীঘ্রই সিএনজি স্ট্যান্ডের বিষয়ে কাজ করা হবে।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মাহবুবুর রহমান সুমন, জি এম শাহিন, মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন ও নির্বাহী সদস্য মুনির চৌধুরী।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, নির্বাহী সদস্য মুনওয়ার কানন ও আব্দুল ওয়াদুদ রানা।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া