শিরোনামঃ
![]() ০৪-০২-২০২৫ ১১:১০ অপরাহ্ন |
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) ভোর রাতে ঢাকাগামী এমভি নাইম মিম-২ লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। সকালে এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
তাঁর কার্যালয় থেকে জানা যায়, দেশের ইলিশ সম্পদ রক্ষায় মা ইলিশ শিকারে গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তরের মেঘনা নদীতে ঢাকাগামী এমভি নাইম মিম-২ নামে যাত্রীবাহী লঞ্চে অভিযান পরিচালনা করে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জাটকাগুলো এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মোহনপুর কোস্টগার্ড ইউনিটের পেটি অফিসার এম. মমিনুর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে মোহনপুর অঞ্চলে মেঘনা নদীতে সুরেশ্বর থেকে ঢাকাগামী এমভি নাইম মিম-২ নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪ শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থিতিতে মোহনপুর এলাকার এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিলিয়ে দেয়া হয়।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া