শিরোনামঃ
![]() ০৭-০২-২০২৫ ০৮:৩৫ অপরাহ্ন |
চাঁদপুরের কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে মালবাহী পিকাআপভ্যানের চাপায় মো. মহসিন (৩৮) নামে ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ওই সড়কে উপজেলার শিমুলতলী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ঢাকা থেকে আসা মালবাহী পিকআপভ্যান অটোবাইকের যন্ত্রাংশ নিয়ে কচুয়া আসার সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারা পিকআপভ্যান চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে।
ঘটনাস্থলেই ডাকাত সদস্য মহসিন মারা যায় বলে জানিয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম।
তিনি বলেন, ডাকাতদলের সদস্য মহসিন পাশবর্তী কুমিল্লা জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত সদস্যের লাশ কচুয়া থানায় এনে ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করে।
এছাড়া পিকাপ চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে লোকমান। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া