মেঘনায় মৎস্য সম্পদ ধ্বংসকারি ২৫ বেহুন্দি জাল জব্দ
২১ মার্চ, ২০২৫ ১১:৫১ অপরাহ্ন

  

মেঘনায় মৎস্য সম্পদ ধ্বংসকারি ২৫ বেহুন্দি জাল জব্দ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০২-২০২৫ ০৪:০৩ অপরাহ্ন
মেঘনায় মৎস্য সম্পদ ধ্বংসকারি ২৫ বেহুন্দি জাল জব্দ
চাঁদপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ছোট মাছসহ মৎস্য সম্পদ ধ্বংসকারি ২৫ অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড ও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ করে।

বিকাল ৩টায় অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতাধীন বিশেষ কম্বিং অপারেশন এর অংশ হিসেবে মৎস্য সম্পদ ধ্বংসকারি বেহুন্দিসহ অন্যান্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার বহরিয়া মেঘনা নদী, মুকন্দীচর এবং আশাপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ২৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়।

দুপুরে জব্দকৃত জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদি হাসান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকসহ কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০২-২০২৫ ০৪:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 37 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া