শিরোনামঃ
![]() ২২-০৫-২০২৫ ১১:২০ অপরাহ্ন |
কচুয়া উপজেলার সাচার উত্তর বাজারে বুধবার মধ্যরাতে রুজিনা এন্টারপ্রাইজে সু-কৌশলে দোকানে প্রবেশ করে ক্যাশবক্স ভেঙ্গে নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিক আব্দুল মতিন মিলন কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
পরে সন্দেহভাজন চোর সদস্য স্থানীয় সাচার নাগরপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে জাকির হোসেনকে স্থানীয়রা আটক করলে সে কৌশলে পালিয়ে যায়।
দোকান মালিক আব্দুল মতিন মিলন জানান, বুধবার মধ্যরাতে তার দোকানের পশ্চিম অংশের টিন কেটে চোর চক্র দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এ ঘটনায় তিনি তার দোকানে চুরি হওয়া নগদ টাকা, স্মার্ট ফোন সহ ক্ষতিগ্রস্থ মালামাল উদ্ধারে পুলিশ প্রশাসন সহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আব্দুল মতিন মিলনের পুত্র মোঃ নাহিদ জানান, আমার বাবা প্রায় ৪০ বছরের উপরে সাচার উত্তর বাজারে রড সিমেন্ট এর ব্যবসা পরিচালনা করে আসছেন। এমন ঘটনা এর আগে কখন হয়নি। আমরা চুরির সাথে জড়িত জাকির হোসেন ও তার সাথে থাকা সহযোগীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ ব্যপারে মুঠোফোনে কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, সাচার বাজারে ব্যবসায়ীর দোকানে চুরির বিষয়টি জেনেছি। অভিযুক্ত চোর সদস্যকে আটকের চেষ্টা করা হবে।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া