হাইমচরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠিত
১৩ জুন, ২০২৫ ০১:২২ পূর্বাহ্ন

  

হাইমচরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৫-২০২৫ ১০:৩৯ অপরাহ্ন
হাইমচরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠিত
পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিস্থাপকতার লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” হাইমচরে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলরুমে হাইমচর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমান। তিনি কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের।

উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকারের সঞ্চালনায় এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, এসএএও এবং ননপিএফএস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৫-২০২৫ ১০:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 43 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া