শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ মৎস চাষীর মাঝে মাছের খাদ্য বিতরণ
১৩ জুন, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ মৎস চাষীর মাঝে মাছের খাদ্য বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-০৫-২০২৫ ১০:২১ অপরাহ্ন
শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ মৎস চাষীর মাঝে মাছের খাদ্য বিতরণ

শাহরাস্তিতে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ শ' মৎস্য চাষীর মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে ) সকাল ১০ টায় শাহরাস্তি উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ মৎস্য চাষীর মাঝে ২৫ কেজি করে কার্প জাতীয় মাছের মিশ্র চাষের উন্নতমানের প্যাকেটজাত ডুবন্ত খাদ্য বিতরণ করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা বলেন, আকস্মিক বন্যায় শাহরাস্তিতে মৎস্যচাষীদের যে ক্ষতি হয়েছে তা লাঘবের স্বার্থে সরকার থেকে চাষীদের মৎস্য খাদ্য সরবরাহ করা হয়েছে যাতে করে তারা তাদের পুকুরগুলো চাষের আওতায় রাখে এবং শাহরাস্তি উপজেলায় মানুষের মৎস্য চাহিদা পূরণ ও দেশের মানুষের মৎস্য চাহিদা পূরণে ভূমিকা রাখে, সর্বোপরি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল হাসান ও সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৫-২০২৫ ১০:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 40 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া