মতলবে সালিশে দ্বিতীয় স্ত্রীকে তালাকের চাপ, বিষপানে স্বামীর মৃত্যু
১৩ জুন, ২০২৫ ০১:১০ পূর্বাহ্ন

  

মতলবে সালিশে দ্বিতীয় স্ত্রীকে তালাকের চাপ, বিষপানে স্বামীর মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৩-০৬-২০২৫ ০৯:০২ অপরাহ্ন
মতলবে সালিশে দ্বিতীয় স্ত্রীকে তালাকের চাপ, বিষপানে স্বামীর মৃত্যু
মতলব উত্তর উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার চাপ সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। নিহতের নাম ফারুক খান (৪০)। তিনি উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গুখারকান্দি গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক খান বাবুবাজারে মাছের আড়তে চাকরি করতেন। প্রায় তিন-চার মাস আগে তিনি ছটাকি বেদেপাড়ার রীনা নামের এক বেদে তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন। এ খবর জানাজানি হলে তার প্রথম স্ত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর থেকে পরিবারে শুরু হয় কলহ।

জানা যায়, দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার জন্য প্রথম স্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল। এ নিয়ে ফারুকের বাড়িতে একাধিকবার সালিশ বৈঠকও হয়। সর্বশেষ গতকাল (২ জুন) সন্ধ্যায় আরেক দফা বৈঠকে প্রথম পক্ষের লোকজন ফের তালাকের জন্য চাপ প্রয়োগ করেন।

পরে (২ জুন) শুক্রবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ফারুক পরিবারের সবার অগোচরে কীটনাশক পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তবে পথেই তার অবস্থার অবনতি হয় এবং যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাছাকাছি পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।নিহতের মরদেহ বাড়িতে আনা হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৬-২০২৫ ০৯:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 65 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া