শিরোনামঃ
![]() ০৩-০৬-২০২৫ ০৯:১১ অপরাহ্ন |
মঙ্গলবার (৩ জুন) দুপুরে শোরসাক মজুমদার বাড়ির কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় লাশ উত্তোলন করেন। গত ৫ আগস্ট ২০২৫ রাতে পানিতে ডুবে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের মৃত্যু হয়। পরদিন ৬ আগস্ট বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে তাকে দাফন করা হয়।
মৃত্যুর ৬ মাস পর ৪ ফেব্রুয়ারি মোস্তফা কামালের স্ত্রী ফাতেমা কামাল শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী ফাতেমা কামাল দাবি করেন, তার স্বামীকে দুষ্কৃতকারীরা সংঘবদ্ধভাবে বাড়িতে হামলা করে হত্যা করে।
নিহতের ভাই হুমায়ূন কবির মজুমদার জানান, আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে চাই। এতে নিরাপরাধ কাউকেই আমরা হয়রানি করতে চাই না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, আদালতের নির্দেশে সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের লাশ উত্তোলন করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া