শিরোনামঃ
![]() ০৫-০৬-২০২৫ ১০:১১ অপরাহ্ন |
রাজধানীর সদরঘাট ছাড়াও আরও কয়েকটি নৌপথের যাত্রী নিয়ে চাঁদপুর পৌঁছেছে বেশ কয়েকটি লঞ্চ। তবে অতিরিক্ত ভিড় কিংবা হয়রানি না থাকায় স্বস্তি নিয়ে ঘরে ফিরছে যাত্রীরা।
এদিকে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ থেকে নজরদারি শুরু হয়েছে। মানুষ কোনো প্রকার দুর্ভোগ ছাড়াই ঈদযাত্রা করতে পারবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া স্থানীয় প্রশাসনের উদ্যোগে চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৈরি করা হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম।
ঢাকা থেকে ছেড়ে আসা এমভি সোনারতরীর যাত্রী ইব্রাহীম বলেন, গত বছরের তুলনায় এ বছর ঈদযাত্রা বেশ ভালো। ঢাকা সদরঘাটে আসতে কিছুটা কষ্ট হয়েছে। এছাড়া পথে আর কোনো দুর্ভোগ ছিল না। পরিবারের সবার সঙ্গে ঈদ করবো, খুব ভালো লাগছে।
চাঁদপুর অঞ্চলের সহকারী নৌ পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা গত দুইদিন ধরে ঘাটে অবস্থান করছি। যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, নৌ পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক বালু লাণ বৈদ্য বলেন, ঈদ ঘিরে বিআইডব্লিউটিএ থেকে আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ছোট-বড় মিলে ৩০-৩৫টি লঞ্চ যাতায়াত করছে। লঞ্চগুলোতে আমাদের নজরদারি রয়েছে। আশা করি মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করে ফিরতে পারবে।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া