নিখোঁজ সাদিয়া আক্তার নীলাকে খুঁজে পেতে পরিবারের আকুতি
১৩ জুন, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ন

  

নিখোঁজ সাদিয়া আক্তার নীলাকে খুঁজে পেতে পরিবারের আকুতি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৮-০৬-২০২৫ ১০:২৪ অপরাহ্ন
নিখোঁজ সাদিয়া আক্তার নীলাকে খুঁজে পেতে পরিবারের আকুতি
পবিত্র ঈদুল আজহার দিন রাতে হারিয়ে যাওয়া সাদিয়া আক্তার নীলাকে খুঁজে পেতে সবার নিকট আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সে বেঁচে আছে কিনা এ দুশ্চিন্তায় দিন পার করছে বাবা মা সহ আত্মীয় স্বজনরা।

এ ব্যাপারে ঈদের পরদিন রবিবার (৮ জুন) চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে রেখেছেন নিখোঁজ সাদিয়ার বাবা মোঃ খোরশেদ আলম মিজি। জিডি নং- ৩৯৮। তবে নিখোঁজ সাদিয়া আক্তার নীলা কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানায় তার পরিবার।

সে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর মিজি বাড়ির (বাইনের বাড়ি) খোরশেদ আলম মিজির ছোট মেয়ে। ১৩ বছর বয়সী নিখোঁজ সাদিয়া গত ৭ জুন শনিবার রাতে তার বসতঘর থেকে নিজের অজান্তে হারিয়ে যায়। নিখোঁজের সময় সে সেলোয়ার-কামিজ পরিহিত ছিল।

নিখোঁজ এই মেয়েটির সন্ধান পেতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারটি। যোগাযোগ ০১৮৬২২৭৭৪৬৮। অথবা উক্ত প্রতিবেদক এর ০১৮৩০-৮৮৫০০০ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৬-২০২৫ ১০:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 91 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া