শিরোনামঃ
![]() ০৯-০৬-২০২৫ ০৪:০৫ অপরাহ্ন |
সোমবার (৯ জুন) বেলা ১১টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের একটি আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
জানা যায়, পদ্মা নদী থেকে এর আগে মাছটি ধরা পড়ে। পরে আড়তদার হাজী সিরাজ চৌকদারের গদিতে কমপক্ষে ৩০ জনের অংশগ্রহণে প্রকাশ্য নিলামে ইলিশটি বিক্রি করা হয়।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, ইলিশটির ওজন ২ কেজি ১৮০ গ্রাম। মাছটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন নবীর হোসেন নামে এক মাছ বিক্রেতা। স্থানীয় জেলেরা মাছটি চাঁদপুর সদর উজেলার রাজরাজেস্বর ইউনিয়নের পদ্মা নদী থেকে শিকার করেছেন। পরে তারা ব্যাপারীর কাছে বিক্রি করে দেন। ওই ব্যাপারী মাছটি নিলামের মাধ্যমে বিক্রি করেন।
মাছটি কিনতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন নবীর হোসেন । তিনি বলেন, অনেকদিন পর এত বড় ইলিশ ক্রয় করেছি। আমাদের ঘাটে মাছটি বিক্রয় করার চেষ্টা করছি। তবে ঢাকায় আমার নির্দিষ্ট কিছু ক্রেতা আছেন। তাদেরকেও খবর দিয়েছি। তারা কেউ মাছটি নিয়ে যাবেন।
এদিকে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, অধিকাংশ আড়তই ফাঁকা পড়ে আছে। আড়তের পাশে বসে কিছু খুচরা ব্যবসায়ী অল্প কিছু ইলিশ বিক্রির জন্য অপেক্ষা করছেন। অলস সময় কাটাচ্ছেন আড়তের কর্মচারীসহ অন্যান্য মৎস্য শ্রমিকরা। ঘাটে আজ সোমবার প্রায় ২০০ কেজি ইলিশ সরবরাহ হয়েছে বলে জানান তারা।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায়।
আলমগীর নামে এক বিক্রেতা বলেন, এখন মাছের চাহিদা বেশি। ইলিশ কম থাকায় দাম বেশি।
ইলিশের এমন উচ্চমূল্যের বিষয়ে জানতে চাইলে মাছঘাটের ব্যবসায়ী ও মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, চাঁদপুরের মাছের বাজারে ইলিশের অনেকটা আকাল চলছে। এখানে মাছ কম আসছে। এ কারণে দাম অনেক বেশি। ঈদের ছুটিতে অনেক গ্রামে এসেছে। তারা মাছ ক্রয়ের চেষ্টা করছে। মাছ কম থাকায় তাদের বেশি দামে মাছ কিনতে হচ্ছে। গত সপ্তাহে মাছের দাম কিছুটা কম ছিল। ঘাটে মাছের আমদামি বাড়লে দাম কমে যাবে।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া