শিরোনামঃ
![]() ০৯-০৬-২০২৫ ০৫:৩৩ অপরাহ্ন |
সকাল থেকেই মোহনায় দর্শনার্থীদের বিচরণ থাকলেও গোধূলি লগ্নে রাখাল গরু ছাগল বকরি ভেড়ার পাল নিয়ে যখন ঘরে ফেরে ঠিক তখন ই সবাই প্রিয় মানুষটিকে নিয়ে মোহনায় ভিড় জমাচ্ছেন সূর্যাস্ত দেখতে পাশাপাশি এখানে রয়েছে স্প্রিডবোর্ড,নৌকা করে মিনি কক্সবাজার নামে খ্যাত মেঘনার বালুচরের সৌন্দর্য মণ্ডিত দৃশ্য উপভোগের সুযোগ,রয়েছে ঘোড়ায় চড়ার আয়োজন।
জানা যায়, ১৯২১ এবং ১৯৭১ সালে এই স্থানটিতে ঐতিহাসিক নির্মম দুটি গণহত্যা হয়েছিলো তা করেছিলো বৃটিশ এবং পাকবাহিনী,চা শ্রমিক দিবস ২০ মে যে চা শ্রমিক কে হত্যা করায় দিবস টি পালিত হচ্ছে সে শ্রমিককে এখানেই ১৯২১ সালের ২০ মে হত্যা করা হয়েছিল, এখানে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রক্তধারা ভাস্কর্য এবং প্রবেশপথেই রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সৌজন্যে 'ইলিশ ভাস্কর্য'।
দর্শনার্থী রাসেদ বলেন,মোহনা টা আসলেই অমায়িক সুন্দর এটা একবার আসলে এক রকম সুন্দর লাগে,আমি প্রায় আসি এখানে ঘুরতে,এটা আসলে সব দিক থেকে সুন্দর,বাতাস,ভিউ,প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে অসাধারণ।
দর্শনার্থী বিশাল বলেন,এখানে আমরা প্রায় আসি খুব ভালো লাগে বন্ধুরা মিলে আসলে আড্ডা দিতে মন ভরে যায়,কিন্তু আজকে প্রথম এখান থেকে নৌকা করে মাঝিরা মিনি কক্সবাজার বলে একটা চরে নিয়ে যায়,যাওয়া আসা ১০০ টাকা করে জন প্রতি সেখানে ২ টাকার খাবার ১০ টাকায় বিক্রি হয়,সেখানে গেলে ঠকবেন টাকা বেশি নেয় সব কিছু হুদাই অনেক ভালো ভালো বলে।
চানাচুর বিক্রেতা কার্তিক বলেন,এখানে ভালোই লোক আসে তবে এখন ঈদের সময় তো এখন আরো বেশি মানুষ এখন আমার বেচা বিক্রি ও ভালো হয়।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া