হাজীগঞ্জে যৌথবাহিনীর হস্তক্ষেপে বাড়তি ভাড়া ফেরত পেলো যাত্রীরা
১৩ জুন, ২০২৫ ০১:০৪ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জে যৌথবাহিনীর হস্তক্ষেপে বাড়তি ভাড়া ফেরত পেলো যাত্রীরা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৬-২০২৫ ০৫:৩৯ অপরাহ্ন
হাজীগঞ্জে যৌথবাহিনীর হস্তক্ষেপে বাড়তি ভাড়া ফেরত পেলো যাত্রীরা
হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের পরিচালনায় এক অভিযানে যৌথবাহিনীর হস্তক্ষেপে অতিরিক্ত ভাড়া ফেরত পেলো যাত্রীরা।

সোমবার (৯ জুন ) হাজীগঞ্জ পশ্চিম বাজারে হাজীগঞ্জ চৌরাস্তা বিশ্বরোডে ঢাকাগামী আল আরাফাহ আর সুরমা পরিবহনে এ অভিযান পরিচালিত হয়। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া ভিন্ন অভিযানে গণপরিবহনসহ মোটরসাইকেল থেকে মোট ৬৮ হাজার ৫ শ' টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড চৌরাস্তার কচুয়া সড়কের মুখে ঢাকাগামী দুটি গণপরিবহন সুরমা পরিবহন ও আল আরাফাহ পরিবহনের যাত্রীদের কাছ থেকে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পে। যাত্রীদের উক্ত অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ পশ্চিম বাজারের বিশ্বরোড চৌরাস্তায় অবস্থিত উক্ত বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেয়া ভাড়া ফেরত দেয়া হয়। একই সময় আর অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না মর্মে মুচলেকা আদায় করা হয়।

একই দিন একই ক্যাম্পের উদ্যোগে বিভিন্ন পরিবহন ও মোটরসাইকেল থেকে ৬৮ হাজার ৫শ' টাকা আদায় করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৬-২০২৫ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 23 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া