শিরোনামঃ
![]() ০৯-০৬-২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন |
সোমবার (৯ জুন) বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ বক্তব্য রাখেন।
তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো পুনর্গঠন হবে, রাজনৈতিক বৈষম্য দূর হবে এবং উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রতিহিংসার রাজনীতি বন্ধ হয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। অপরাধীদের বিচার আইনের মাধ্যমে করা হবে, তবে কোনো নিরপরাধ ব্যক্তি বা রাজনৈতিক কর্মী হয়রানির শিকার হবে না।
দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি জানান, দলের নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কার্যক্রমে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। যারা সুসময়ে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন নামে সংগঠন গড়ে তুলেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্ট, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সরোয়ার হোসেন ভুলু মুন্সি, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, অ্যাডভোকেট ওমর ফারুক টিটু, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মাস্টার, বিএনপি নেতা আব্দুল কাদের তালুকদার, মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম সৌরভসহ অনেকে।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদার এবং পরিচালনায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান, সিরাজ খাঁন, শরিফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু, সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ্, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাবু, প্রচার সম্পাদক মারুফ খাঁন রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমান হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর।
এছাড়াও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া