মতলব উত্তরে বিএনপির মিছিলে হামলা : পথচারীসহ আহত ১০
১৩ জুন, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে বিএনপির মিছিলে হামলা : পথচারীসহ আহত ১০

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৬-২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন
মতলব উত্তরে বিএনপির মিছিলে হামলা : পথচারীসহ আহত ১০
মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ফ্যাসিবাদবিরোধী মিছিলে সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৯ জুন ) বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে ৮ জন নেতা-কর্মী ও ২ জন পথচারী গুরুতর আহন হন।

আহতরা হলেন: উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পুটিয়ারপাড় গ্রামের আল মামুন সরকার (৪০), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাঢ়ীকান্দি গ্রামের ফয়সাল আহমেদ সোহেল (৫০), উপজেলা ছাত্রদলের সদস্য নওদোনা গ্রামের নাজমুল হাসান জিশান (৩৬), দূর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা পাঠান চক গ্রামের সুমন বেপারী (৩৮), শিকারীকান্দি গ্রামের সুমন প্রধান (৪৪), ছাত্রদল নেতা ঘাসির চর গ্রামের মেহেদী হাসান (২৬), দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনুর কান্দি গ্রামের নাছির উদ্দীন (৫০), ছাত্রদল নেতা নওদোনা গ্রামের মাহিন (১৮), পথচারী জোড়খালী গ্রামের কাউছার (২৫) ও নাইম (২২)।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফ্যাসিবাদবিরোধী মিছিল আয়োজন করি। বিকেল ৬ টায় নিশ্চিন্তপুর পশ্চিম বাজার থেকে মিছিল শুরু করে পূর্ব বাজারে যাই, পূর্ব বাজার থেকে পুনরায় পশ্চিম বাজারের দিকে আসার সময় মাঝ রাস্তায় ব্রীজ উঠার সময় আমাদের উপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। প্রায় ৩০-৪০ জন লোক এসে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করলে আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়ে পড়ে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছি। মুমুর্ষ একজনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৬-২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 38 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া