শাহরাস্তিতে রায়শ্রী উত্তরে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
১৩ জুন, ২০২৫ ০১:২২ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে রায়শ্রী উত্তরে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৬-২০২৫ ০৩:৪২ অপরাহ্ন
শাহরাস্তিতে রায়শ্রী উত্তরে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
চাঁদপুরের শাহরাস্তিতে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেলে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে উল্লারশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী আবু সালেহের সভাপতিতে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফয়সালের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব মোঃ আজগর হোসেন মিয়াজি।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাহাজান মিয়া, সাধারণ সম্পাদক সায়মন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দউপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাইফুল, ইউনুছ, সুজন, সাগর,আরমান, শাহ আলম, ইয়াছিন,শামীম, ইমন,নবীন,শিমুল, মোতালেব, শুভ, রবিউল, সিয়াম, দুলাল, সাখাওয়াত, নাহিদ প্রমুখ।

কর্মী সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। আগামী সংসদ নির্বাচন অতি সন্নিকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে হলে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করতে হবে।

সেই ধারাবাহিকতায় আমাদের শাহরাস্তি-হাজিগঞ্জের প্রাণপ্রিয় নেতা লায়ন ইঞ্জিনিয়ার মনিনুল হককে বিজয় করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৬-২০২৫ ০৩:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 20 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া