শিরোনামঃ
![]() ১১-০৬-২০২৫ ১২:২৫ অপরাহ্ন |
বুধবার (১১ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে লঞ্চটি মাঝনদীতে পৌঁছালে এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম রেজিয়া বেগম (৬৫)। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং মোহাম্মদ জলিলের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং ঢাকায় চিকিৎসার জন্যে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন।
লঞ্চে থাকা যাত্রী নুরে আলম নয়ন জানান, রওশন আরা বেগম লঞ্চে ওঠার পর থেকেই কিছুটা দুর্বল ছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত অচেতন হয়ে যান। আমাদের আশঙ্কা, তিনি স্ট্রোক করেছেন। সাড়াশব্দ না পেয়ে দ্রুত অন্য যাত্রীদের সহায়তায় তাঁকে পর্যবেক্ষণ করা হয়, কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় লঞ্চে থাকা যাত্রীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া