শিরোনামঃ
![]() ১১-০৬-২০২৫ ০৯:২৬ অপরাহ্ন |
বুধবার (১১ জুন) এ তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি বলেন, আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষকরা ইতোমধ্যে খাতা মূল্যায়ন করে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। তবে এখনো অনেক খাতা আসা বাকি রয়েছে। সব খাতা হাতে পাওয়ার পর নম্বর ইনপুট এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে আরও কিছুটা সময় প্রয়োজন হবে। তিনি আরও জানান, এই প্রক্রিয়াগুলো শেষ হলেই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা সম্ভব হবে।
এ বছর পরীক্ষকদের খাতা সংগ্রহে কিছুটা বিলম্ব হওয়ায় ফল প্রকাশে কোনো প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই খাতা সংগ্রহ করেছেন, তাই এটি নিয়ে বড় কোনো সমস্যা হয়নি। আমরা আশা করছি, নির্ধারিত ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যার মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সারা দেশের ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়। এছাড়াও, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী ছিল।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া