কচুয়ায় জামায়াতের এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ, আহত ৬
১৪ জুলাই, ২০২৫ ১২:১৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কচুয়ায় জামায়াতের এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ, আহত ৬

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৬-২০২৫ ০৭:২১ পূর্বাহ্ন
কচুয়ায় জামায়াতের এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ, আহত ৬
চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর অন্তত ছয়জন কর্মী আহত হয়েছেন।

ঈদ পুনর্মিলনী করতে গিয়ে বুধবার (১১ জুন) সকালে উপজেলার নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ ঘটনা ঘটে।গ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

আহতরা হলেন- মো. শাহপরান, স্বপন মিয়া, মো. আরিফ, ফাহাদ, এমরান ও মৃদুল। বর্তমানে আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জামায়াতের নেতাকর্মীরা জানান, বুধবার সকালে জামায়াতের নেতাকর্মীরা তাদের অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

জামায়াতের অভিযোগ, এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াত-এর সমর্থকরা একটি মিছিল বের করে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। পরে তারা নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালা দিয়ে জামায়াতের অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা ওই বিদ্যালয়ের ভেতরে ঢুকে যায়। এ সময় মুহাদ্দিস আবু নছর আশরাফিকে বাঁচাতে গিয়ে জামায়াতের ছয়জন কর্মী গুরুতর আহত হন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, জামায়াতের অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম এবং সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসী এ গোষ্ঠী দীর্ঘদিন ধরে দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করে চলছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৬-২০২৫ ০৭:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 61 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া