ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ, চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ভিড়
১৪ জুলাই, ২০২৫ ১২:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ, চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ভিড়

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৬-২০২৫ ০৪:০৩ অপরাহ্ন
ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ, চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ভিড়
ঈদের ছুটি শেষে আবারও চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে।

প্রতি ঘণ্টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। পরিবার নিয়ে কোনো ভোগান্তি ছাড়াই ফিরছেন লঞ্চযাত্রীরা। যাত্রীদের নিরাপত্তায় চাঁদপুর লঞ্চঘাটে কন্ট্রোল রুম স্থাপন করেছে যৌথবাহিনী। পাশাপাশি নৌপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে টহল অব্যাহত রেখেছে। চাঁদপুর লঞ্চঘাটে ভোগান্তি নেই বলে জানিয়েছেন রাজধানীমুখী মানুষ।

যাত্রী রতন হোসাইন বলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের আগের দিন চাঁদপুরে এসেছি। এ বছর কোনো হয়রানি বা ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপন করেছি। পরিবারের সঙ্গে ঈদ শেষে এখন আবার ফিরে যাচ্ছি। লঞ্চে যাওয়া মানে স্বস্তিদায়ক ঈদযাত্রা। ঘণ্টায় ঘণ্টায় লঞ্চ থাকায় ভেতরে তেমন একটা চাপ নেই।

চাঁদপুর বিআইডব্লিউটির উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিএ থেকে পর্যাপ্ত লঞ্চ ব্যবস্থা রেখেছি। তবে প্রয়োজন না হওয়ার সিডিউলের বাইরের কোনো লঞ্চ যোগ করতে হয়নি। এ বছর যাত্রীরা খুব ভালোভাবে ঈদ যাত্রা করতে পারছেন। এখনো পর্যন্ত কোনো যাত্রীর অভিযোগ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাত্রী চাপ বাড়লে ৬ টি লঞ্চ অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৬-২০২৫ ০৪:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 43 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া