ফরিদগঞ্জে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি
১৪ জুলাই, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১২-০৬-২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

স্বজনদের সাথে ঈদ আনন্দ উদযাপনে কয়েকঘন্টার জন্য আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় ব্যবসায়ী পরিবারের সদস্যরা। এই সুযোগে তালাবদ্ধ বাসার ওয়াশ রুমের এডজাস্ট ফ্যান ও ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করার পরে আলমারি থেকে নগদ ৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জুন) সন্ধ্যা থেকে রাত ১১ টার মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভাধীন ভাটিরগাঁও এলাকায় মো. ইউসুফ মিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইউসুফ মিয়া ফরিদগঞ্জ উপজেলা সদর এলাকায় কালিরবাজার চৌরাস্তায় ফল ব্যবসার সঙ্গে জড়িত। 

ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ঘটনারদিন বিকেলে আমার পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। রাত ১১ টার সময় বাড়িতে এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ করা। পরে আশেপাশের লোকজনের সহযোগিতা নিয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পাই রুমের আসবাবপত্র এলোমেলো করে রাখা ও আলমারি ভাঙা। চোর আমার বাসা থেকে নগদ ৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। ঈদের সময় ব্যাংক বন্ধ থাকায় খুচরা ব্যবসায়ীদের থেকে কালেকশনকৃত টাকা বাড়িতে রেখে ছিলাম।  পরে দ্রুত পুলিশকে খবর জানাই। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। চোর শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১২-০৬-২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 382 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া