শিরোনামঃ
![]() ১২-০৬-২০২৫ ০৮:২১ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১২ জুন) লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে মোট ৩৩৯টি যানবাহন তল্লাশি করে ২,১২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১৬টি মোটরসাইকেল ও ১টি ট্রাক্টর জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ফরিদগঞ্জ উপজেলার চতুরা এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১:৩০ থেকে দুপুর ৩টা পর্যন্ত ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালিত হয়। তল্লাশিকৃত ৯৭টি যানবাহনের মধ্যে লাইসেন্স না থাকায় ৬ জন চালকের কাছ থেকে ২৭,০০০ টাকা জরিমানা আদায় এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
একই দিনে শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজারে বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের অধীনে যৌথ বাহিনীর অভিযানে ১২২টি যানবাহন তল্লাশি করা হয়। এতে ১০ জন মোটরসাইকেল চালকের কাছ থেকে ৭৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭টি মোটরসাইকেল ও ১টি ট্রাক্টর জব্দ করা হয়।
এছাড়া চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট রাস্তায় বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ চেকপোস্ট পরিচালিত হয়। অভিযানে ১২০টি যানবাহন তল্লাশি করে ৮টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকের কাছ থেকে ১,১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল অবৈধ কার্যকলাপ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া