চাঁদপুরে রসবিলাসসহ তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা,আটক ১
১৪ জুলাই, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে রসবিলাসসহ তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা,আটক ১

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৬-২০২৫ ০৮:৫২ অপরাহ্ন
চাঁদপুরে রসবিলাসসহ তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা,আটক ১
চাঁদপুর শহরের তিনটি খাদ্য প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন)চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মিষ্টান্ন ভান্ডার রস বিলাসের মালিক আতিকুর রহমানকে ৫ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৫ হাজার টাকা এবং মিম বনফুল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে মিম বনফুল বেকারির পক্ষ থেকে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

পরে জরিমানার অর্থ পরিশোধ করার পর ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, বেকারিগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ, পচা রুটি সংরক্ষণ, অগ্নিনির্বাপক যন্ত্র না থাকা এবং শিশু শ্রমিক নিয়োগের মতো অপরাধে এই জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সহায়তায় ছিলেন চাঁদপুর সদর মডেল থানার এসআই কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৬-২০২৫ ০৮:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 103 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া