শিরোনামঃ
![]() ২৪-০৬-২০২৫ ০২:৪১ অপরাহ্ন |
এখন থেকে সিটি ব্যাংকের মাস্টারকার্ড বা ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করে এনএফসি সক্ষম পস টার্মিনালে স্মার্টফোন স্পর্শ করে লেনদেন করতে পারবেন। এতে লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন।
ঢাকার ওয়েস্টিন হোটেলে ২৪ জুন এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।
এই বিষয়ে গভর্নর বলেন, নগদবিহীন সমাজ গড়তে গুগল পে’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ।
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, এখন থেকে মানিব্যাগ নয়, স্মার্টফোনই হবে লেনদেনের মাধ্যম। এটি বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়।
এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিমান টিকিট, শপিং, সিনেমা, রেস্টুরেন্ট ও দৈনন্দিন লেনদেন সহজেই সারতে পারবেন ফোনের মাধ্যমে। এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল অর্থনীতির প্রসারে বড় ভূমিকা রাখবে।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া