শিরোনামঃ
![]() ১৩-০৭-২০২৫ ০৪:৩৫ অপরাহ্ন |
ইলিশের ভ্যালু চেইন উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় চাঁদপুর মাছ ঘাট প্রাঙ্গণে এ সভার আয়োজন করে মৎস্য অধিদপ্তর, চাঁদপুর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং চাঁদপুরের গর্ব। এই ইলিশ এখন চাঁদপুরের ব্র্যান্ডিং হয়ে উঠেছে। এই ব্র্যান্ডকে রক্ষা করতে হলে আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে—জেলে, ব্যবসায়ী, প্রশাসন ও সাধারণ মানুষ সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি বলেন, “চাঁদপুর মাছ ঘাটকে আধুনিক, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব রূপে গড়ে তোলার জন্য একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উন্নত অবকাঠামো, শৃঙ্খলিত পরিবেশ, এবং প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এই ঘাটকে দেশের অন্যতম রোল মডেল হিসেবে দাঁড় করাতে চাই।”
জেলা প্রশাসক মা ইলিশ ও জাটকা রক্ষার প্রসঙ্গে বলেন, “মা ইলিশ ও জাটকা ধরা সম্পূর্ণ বেআইনি ও ভবিষ্যৎ মাছ উৎপাদনের জন্য হুমকি। সরকারের নিষেধাজ্ঞা মানা শুধু আইন নয়, এটা ভবিষ্যৎ নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। যারা আইন ভাঙবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “চাঁদপুরে ইলিশের উৎপাদন কেন দিন দিন কমছে, তা নিয়ে আমাদের ভাবতে হবে। এর অন্যতম কারণ হচ্ছে অসাধু জেলেদের কারেন্ট জালসহ নিষিদ্ধ জাল ব্যবহার। এইসব অবৈধ পদ্ধতি ইলিশের প্রজনন ব্যাহত করছে এবং মৎস্য শিল্পকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।”
“আমাদের মৎস্য শিল্পকে রক্ষা করতে হবে। এই শিল্প শুধু অর্থনীতি নয়, হাজারো জেলের জীবিকার সঙ্গে জড়িত। আইন মানা ও সচেতনতা বাড়ানোই হবে ইলিশ রক্ষার প্রধান উপায়। চাঁদপুরের ইলিশ সারা দেশের মানুষ খায়—তাই এখান থেকেই একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে,” — বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। সভায় চাঁদপুরের বিভিন্ন মাছ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আড়ৎদার, জেলে প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ইলিশ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, আধুনিক সংরক্ষণ পদ্ধতি এবং ভোক্তার ন্যায্যমূল্য নিশ্চিতকরণে নানা পরামর্শ প্রদান করেন।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া