শিরোনামঃ
![]() ০৩-০৮-২০২৫ ০৫:৪১ অপরাহ্ন |
ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার পাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে বাজার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট (রবিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পাল বাজার চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, পাল বাজার চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী বাজার, যা বহু বছর ধরে এ এলাকার মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এখানকার ব্যবসায়ীরা সততার সঙ্গে ব্যবসা করে আসছেন, তাই এই বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। তবে সব কাজ সরকারের একার পক্ষে করা সম্ভব নয়, উন্নয়নের জন্য ব্যবসায়ী সমাজেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি বলেন, বাজারে প্রতিদিন যেসব সাধারণ মানুষ কেনাকাটা করতে আসেন, তাদের জন্য মানসম্পন্ন টয়লেটের ব্যবস্থা এখনো হয়নি, বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থাও নেই। বাজারের অভ্যন্তরের রাস্তাগুলোও জরাজীর্ণ ও অপ্রশস্ত, যা দ্রুত সংস্কার প্রয়োজন।
তিনি আরও বলেন, “যদি প্রতিটি ব্যবসায়ী দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে অল্প পরিমাণ অর্থ যেমন ১০ বা ২০ টাকা করে একটি উন্নয়ন ফান্ডে অবদান রাখেন, তাহলে নিজেদের উদ্যোগেই বাজারের টয়লেট, পানি, রাস্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা সম্ভব। সবকিছু সরকারের দায়িত্ব নয়, আপনাদেরও এগিয়ে আসতে হবে।”
জেলা প্রশাসক আরও বলেন, “আপনারা নিজেদের অধিকার আদায়ে প্রতিবাদী হন। অন্যায় দেখলে চুপ থাকবেন না। সচেতনভাবে কথা বলুন, সংগঠিত হোন এবং আইন মেনে দাবির কথা জানান। প্রশাসন সবসময় ন্যায়ের পক্ষে কাজ করবে।”
মতবিনিময় সভায় আরও আলোচনা হয় বাজার ব্যবস্থাপনা, কর পরিশোধের নিয়ম, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ড্রেনেজ ও সড়ক উন্নয়ন এবং ব্যবসায়ীদের সম্মিলিত ভূমিকা নিয়ে।
আলোচনা সভায় পাল বাজারের ব্যবসায়ী মনির সৈয়াল সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশারফ হোসাইন। সভায় সভাপতিত্ব করেন, পাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ পাটওয়ারী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. সফর উদ্দিন মোল্লা।
সভায় পাল বাজারের দোকান মালিক, ব্যবসায়ী প্রতিনিধি, বাজার পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া