শাহরাস্তিতে আল আরাফাহ নতুন ২টি বাস সার্ভিস উদ্বোধন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০২:১৫ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে আল আরাফাহ নতুন ২টি বাস সার্ভিস উদ্বোধন

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৯-০৯-২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন
শাহরাস্তিতে আল আরাফাহ নতুন ২টি বাস সার্ভিস উদ্বোধন
শাহরাস্তিতে আল আরাফাহ নতুন ২টি বাস সার্ভিস উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তিতে ঐতিহ্যবাহী বহুল আলোচিত বাস সার্ভিস আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেড এর যাত্রীসেবার মান নিশ্চিত করতে ও যাত্রীসাধারনকে বিভিন্ন রকম যানবাহন জটিলতা থেকে নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দিতে চাঁদপুর-ঢাকা রুটে নতুন ২টি বাস সংযোজন করা হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা অ্যাপোলো হাসপাতাল সম্মুখে আনুষ্ঠানিকভাবে দোয়া, মোনাজাত ও ফিতা কেটে বাসের উদ্বোধন করেন আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেড এর চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জনি।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আল আরাফাহ এক্সপ্রেস চাঁদপুর–ঢাকা রুটে দীর্ঘদিন ধরে নিরাপদ ও যাত্রীবান্ধব সেবা দিয়ে আসছে। পাশাপাশি সারা বাংলাদেশে আল আরাফাহ ট্রান্সপোর্টের চার শতাধিকের অধিক গাড়ি রয়েছে। এই প্রতিষ্ঠানটি যাত্রী সেবার মান নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। পাশাপাশি অসহায় ও দুঃস্থ যাত্রীদের জন্য ট্রান্সপোর্ট এর পক্ষ থেকে সকল ধরনের সুব্যবস্থা গ্রহণ করার হয় বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেড এর বাস মালিক ফখরুল ইসলাম বিলাস বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রবাসী জীবন যাপন করছি। মনের অতৃপ্তি থেকে যায় নিজ এলাকার মানুষের জন্য কিছু না করতে পারাটা। সেই লক্ষ্যে এই নতুন দুইটি বাস নামানো হয়েছে। যাতে করে নিজ এলাকার মানুষ সহজে সড়ক পথে যাতায়াত করতে পারে। আশা করি এই পরিবহনগুলো শাহারাস্তি এলাকার মানুষের উপকারে আসবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ হোসেন, যুগ্ন আহ্বায়ক ইকবাল হোসেন প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. আব্দুল খালেক, উপজেলা শ্রমিক দলের নেতা মোতালেব হোসেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৯-০৯-২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 50 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া