আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০২:১৩ পূর্বাহ্ন

  

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২৮-০৯-২০২৫ ০২:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫”। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র উদ্যোগে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল— “ডিজিটাল যুগে পরিবেশসংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনগণ যাতে সহজেই প্রয়োজনীয় তথ্য সরকারি ওয়েব পোর্টাল থেকে পেতে পারে সেজন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে তথ্যের উন্মুক্ততা অপরিহার্য। তবে কোন তথ্য দেওয়া যাবে আর কোনটা দেওয়া যাবে না, তা তথ্য অধিকার আইনেই নির্ধারিত আছে। সত্য উন্মোচনের স্বার্থে প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে, তবে অপ্রাসঙ্গিক তথ্য চাওয়ায় মাঝে মাঝে প্রশাসনকে বিব্রত হতে হয়। একইসঙ্গে সাধারণ জনগণকেও তথ্য প্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

তিনি আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হবে।

সভায় সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী সার্বজনীন তথ্য অধিকার, স্বচ্ছতা ও জন-অংশগ্রহণ নিশ্চিতকরণে টিআইবি’র বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে ছিল— তথ্য কমিশনের কাঠামো পুনর্গঠন, আইন যুগোপযোগী করা, রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, সরকারি ওয়েবসাইটে আয়-ব্যয়ের তথ্য প্রকাশ, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসহ সাংঘর্ষিক আইন সংস্কার, ডিজিটাল টুলস সহজলভ্য করা, প্রান্তিক জনগোষ্ঠীর তথ্য প্রাপ্তি সক্ষমতা বৃদ্ধি এবং ব্রেইলসহ সবার জন্য ওয়েবসাইটে তথ্যপ্রবাহ নিশ্চিত করা।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি)- সুমাইয়া ফারজানা হক এর সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান রনি, সদর উপজেলা নির্বাহী অফিসার, এস এম এন জামিউল হিকমা, জেলা তথ্য অফিসার তপন বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন এবং সাংবাদিক ফারুক আহমেদ। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা ওয়েব পোর্টাল স্টাডির তথ্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সনাক-টিআইবি সদস্য, ইয়েস গ্রুপ ও এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৮-০৯-২০২৫ ০২:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 8 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া