চাঁদপুরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিজয়ী’র শিক্ষা সামগ্রী বিতরণ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০২:১০ পূর্বাহ্ন

  

চাঁদপুরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিজয়ী’র শিক্ষা সামগ্রী বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০৯-২০২৫ ০৯:১০ অপরাহ্ন
চাঁদপুরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিজয়ী’র শিক্ষা সামগ্রী বিতরণ
বিজয়ীর উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অফ আরুশির সার্বিক সহযোগিতায় চাঁদপুর পুরান বাজারে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর ) পুরান বাজারের ২নং ওয়ার্ডের রওনাগোয়ালে আলহাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফাইল,খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার,স্কেলসহ নানা রকম শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আলহাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রশীদ, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, শিক্ষক মন্ডলী, বিজয়ীর ভলেনটিয়ার বর্ষা আক্তার, রিয়া আক্তার, সাকিলা আক্তার, সূচনা আক্তার, আমেনা আক্তার, মুন্নি আক্তার, সুমাইয়া আক্তারসহ অভিভাবক ও এলাকার শুধীজন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৯-২০২৫ ০৯:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 23 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road (Bottola), Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া