চাঁদপুর বুলেটিনঃ সব খবর, সবার আগে
১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ন

  

কিভাবে প্রতিনিধি হবেন ?

চাঁদপুরের সবগুলো থানার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজপর্যায়ে পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে। যারা অনলাইন সংবাদ প্রকাশনার সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করতে পারবেন। আগ্রহী দক্ষ সংবাদ প্রতিনিধিদের আমাদের নির্ধারিত সিভি ফরম ডাউনলোড করে উক্ত ফরমটি যথাযথভাবে পূরণ পূর্বক ই-মেইল মারফত আমাদের কাছে জমা দিতে হবে। আপনার সিভি জমা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর বুলেটিন থেকে প্রতিনিধি বাছাই কার্যক্রমে নিয়োজিত টিম আপনাদের সিভি পর্যালোচনা করে ই-মেইল মারফত বা মোবাইল ফোনের মাধ্যমে চাঁদপুর বুলেটিন- এর সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে। 

 নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করার নিয়মঃ

১। স্ট্যান্ডার্ড সিভি ফর্মে সঠিক ও নির্ভূলভাবে পূরণ করতে হবে।
২। ফরমটি আমাদের নির্ধারিত ই-মেইল এর মাধ্যমে জমা দিতে হবে। chandpurbulletin@gmail.com

 ফরম পূরণে গুরুত্বপূর্ণ বিষয়ঃ

১। পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই থাকতে হবে।
২। ভোটার আইডি কাডের ১ম অংশ ও ২য় অংশ উভয়ই থাকতে হবে অথবা জন্ম নিবন্ধন পাঠাতে হবে।
৩। মোবাইল নম্বর থাকতে হবে।
৪। গুরুত্বপূর্ণ ব্যক্তির ০১টি মোবাইল নম্বর থাকতে হবে।

 নির্বাচিত প্রতিনিধির বর্তমান সুযোগ-সুবিধাঃ

যেহেতু চাঁদপুর বুলেটিন সম্পর্ণ নতুক নিউজ পোর্টাল সেই ক্ষেত্রে নিম্নোক্ত সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে।

১। চাঁদপুর বুলেটিন কর্তৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার ০১(এক) মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করবে।
২। সিনিয়ারিটি ও দক্ষ অনুযায়ী  প্রতিনিধি পদ প্রদান করা হবে।
৩। ০৩ মাস পর ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের চাঁদপুর বুলেটিন এর পিভিসি কার্ড প্রদান করা হবে। এই পিভিসি কার্ডটি তার আইডি কার্ড হিসাবে পরিগণিত হবে।
৪। অন্যান্য সুযোগ-সুবিধা সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে।  

 সংবাদ প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ঃ

১। কোন কপি রাইট সংবাদ প্রেরণ করা যাবে না।
২। প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি পাঠানোর চেষ্টা করতে হবে।
৩। নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে।
৪। সম্পর্ণ বাংলায় ইউনিকোড ফরমেটে ফন্টে, কম্পিউটার টাইপকৃত ডকুমেন্ট আকারে সংবাদ প্রেরণ করতে হবে।
৫। প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে। সময়- সকাল ০৯.০০ টা থেকে সন্ধ্যা ০৭.০০টার আগে সংবাদ প্রেরণ করতে পারলে ভাল কিন্তু আপনি যেকোন সময় সংবাদ পাঠাতে পারবেন।
৬। কোন সংবাদ প্রেরণে দেরি করা যাবে না। রিপোর্ট  তৈরি করার সাথে সাথেই প্রেরণ করতে হবে যাতে আমরা সবসময় আপডেটেড থাকি।

সিভি/ সংবাদ/বার্তা পাঠানোর ইমেইলঃ  chandpurbulletin@gmail.com

 

 

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   Ibrahim Monjil, New Track Road, Chandpur-3600.
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া